এইচ এম বাবুলের রচনায়, জামিলের সুর ও সংগীতে সমবেত কন্ঠে গাওয়া দেশাত্ববোধক এ গানটি শুনলে ঠিক ৭১ এর মতই যুদ্ধে যেতে ইচ্ছে করে। রুখে দাড়াতে ইচ্ছে করে সকল অরাজকতা, সাম্প্রদায়িক অপকর্মের বিরুদ্ধে। যারা সন্ত্রাস চাদাবাজী খুন ধর্ষণের রাজনীতি করে ১৭ কোটি মানুষের জীবনের সুখ শান্তি কেড়ে নিতে চায়, ওরা কারা? ওদের মূল শেকড় কোথায়? পাকিস্তানে। ওদের মূল উৎপাটন করতে হলে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। এইচ এম বাবুলের গানে সে ঐক্যবদ্ধতার কথাই বলা হয়েছে। বীর বাঙ্গালী জাগ রুখে রুখে দাঁড়াও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে।
No comments:
Post a Comment