Friday, July 26, 2013

Mukthir Graphics

তারেকই আমার মাকে হত্যা করতে চেয়েছিল: সজীব ওয়াজেদ জয়
বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছি: সজীব ওয়াজেদ জয়
২৪ জুলাই ২০১৩, ৯ শ্রাবণ ১৪২০
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিলেন বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এমন তথ্য আছে দাবি করে তিনি আগামীতে বিএনপি-আওয়ামী লীগের দুর্নীতির তুলনামূলক বিচার করে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান। ইফতার মাহফিলে জয় স্পষ্ট ভাষায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ২০০৪ সালের ২১ আগস্টের জনসভায় প্রকাশ্য দিবালোকে গ্রেনেড মেরে আমার মাকে হত্যা করতে চেয়েছিল। আমরা তা ভুলে যাইনি। বাংলার মানুষ তা ভুলে যায়নি। এর বিচার হবেই। তিনি অভিযোগ করে বলেন, চারদিকে শুধু সমালোচনা- আওয়ামী লীগ দুর্নীতি করেছে কিন্তু আপনারা তুলনা করে দেখুন বিএনপি সরকারের আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ আমলে দুর্নীতি অনেক কমেছে। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি।
সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, গত চার বছর আওয়ামী লীগ কিভাবে দেশ চালিয়েছে আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন গত সাড়ে চার বছরে পুলিশ, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে কোন ভবন সৃষ্টি হয়নি। এ সময় কোন ভবনকে চাঁদা দিতে হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সাড়ে চার বছর থেকে মানুষের সেবায় কাজ করছে। এক মাত্র আওয়ামী লীগ দেশকে সামনে এগিয়ে নিয়েছে। যত উন্নতি হয়েছে তা আওয়ামী লীগ আমলে হয়েছে। ঢাকায় ফ্লাইওভার হয়েছে, হাতিরঝিল প্রকল্প হয়েছে। বিদ্যুৎ উৎপাদন হয়েছে। দেশের অর্থনীতি দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। বিএনপির সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করে চাঁদাবাজি করেছে। তাদের আমলে শুধু খাম্বা হয়েছে, ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়নি। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে মানুষ আজ শান্তিতে ইফতার করতে পারছে। গ্যাস, বিদ্যুৎ সমস্যা নেই, লোডশেডিংয়ের ভয় নেই। বিএনপির দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আজকে হলমার্ক, ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিএনপি আমলে কখনও ব্যবস্থা নেয়া হতো না। দ্রব্যমূল্য সম্পর্কে জয় বলেন, আজকে মানুষ শান্তিতে ইফতার করতে পারছে। তারা খাবার কিনতে পারছে। অথচ বিএনপি আমলে চাল-ডালের দাম এমনভাবে বাড়ত মানুষ এগুলো কিনতে পারত না। দেশ সন্ত্রাস নরৈাজ্য থেকে মুক্তি পেয়েছে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। জয় বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমরা আবার কালো দিনে ফিরে যাব। দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ফিরে আসবে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ১০/১৫ বছরে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'সামনে নির্বাচন, অনেকে ভয়ে আছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কি না? আমার কাছে তথ্য আছে, আগামীতে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের চেহারা বদলে দেবে।
































































No comments:

Post a Comment